চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের নাম উল্লেখ
- By Jamini Roy --
- 31 October, 2024
গতকাল বুধবার রাত ১২টা ৫ মিনিটে চট্টগ্রাম কোতোয়ালি থানায় মামলা করেন মো. ফিরোজ খান, যিনি চান্দাগাও থানার স্বরূপ খান চৌধুরী বাড়ির বাসিন্দা। মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে, এবং অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ফিরোজ খান অভিযোগ করেন যে গত ২৫ অক্টোবর, সনাতন জাগরণ মঞ্চের সমাবেশ চলাকালীন চিন্ময় কৃষ্ণের নির্দেশে নিউ মার্কেট মোড়ের জিরো পয়েন্টে জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে এবং সেখানে সনাতন ধর্মাবলম্বীদের গেরুয়া পতাকা উত্থাপন করা হয়েছে।
চিন্ময় কৃষ্ণ দাস রাতে লাইভে এসে মামলাটিকে মিথ্যা দাবি করেছেন এবং জানিয়েছেন যে সনাতন জাগরণ মঞ্চ রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রম চালায়নি। তিনি বলেন, “এটি সনাতনীদের যৌক্তিক দাবিগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা।” তিনি সনাতনদের উদ্দেশ্যে বলেন, যেন লং মার্চ কর্মসূচি ও সনাতন জাগরণ মঞ্চের কার্যক্রম বন্ধ না হয়।
এদিকে, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে পুলিশ রাতেই রাজেশ চৌধুরী (২৮) ও হৃদয় দাশ (২৫) নামে দুই যুবককে গ্রেফতার করেছে। মিথ্যা মামলার প্রত্যাহার এবং ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের চৈরাগীপাহাড় মোড়সহ সারাদেশে আজ বৃহস্পতিবার, ৩১ অক্টোবর বিকাল ৩টায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে সনাতন জাগরণ মঞ্চ ও সনাতনীরা।